মাত্র ১ সপ্তাহে প্রোফেশনালদের মতো টাইপিং স্পিড দক্ষতা অর্জন করুন।

কম্পিউটার ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সকলেরই কাংখিত দক্ষতা হলো টাইপিং স্পিড। কিন্তু অধিকাংশ প্রশিক্ষন কেন্দ্রগুলোতে দেখা যায় যে, কম্পিউটার প্রোগ্রাম শেখানোতে যতটা আগ্রহ ঠিক ততটা আগ্রহ টাইপিং স্পিড বৃদ্ধিতে দেখা যায় না। এবং বলা হয়ে থাকে যে টাইপিং স্পিড অর্জন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যার কারনে শেখানো প্রোগ্রাম গুলোর সঠিক ব্যবহার শিক্ষার্থীরা করতে পারে না। এমনকি পর্যাপ্ত চর্চার অভাবে যদি কেউ মাস খানেক কম্পিউটার ব্যবহার করার সুযোগ না পায় তাহলে সে প্রোগ্রামগুলোর ব্যবহার ও ভুলে যায়। কিন্তু কেউ যদি  ১ সপ্তাহে তার টাইপিং স্পিড ডেভেলপ করতে চায় তা সে যে কেউ করতে পারবে নিচে দেয়া সফটওয়ারটির মাধ্যমে। যার কিবোর্ড ভাল দখল থাকে সে যেকোন প্রোগ্রাম খুব অল্প সময়েই শিখতে পারে এবং তা কখোনই ভুলবে না। 

http://quainator.com/7uCn


ডাওনলোড লিংকে ক্লিক করলে যে পেজ আসবে , তার ঠিক  ডান পাশে উপরে SKIP ADলেখাতে ক্লিক করুন এবং ডাওনলোড করুন আপনার কাংখিত সফটওয়ারটি।



 

Comments