ভিশন ২০২১ বাস্তবায়নে আর.এস.টি.এস বিডি


ভিশন ২০২১ বাস্তবায়নে  আর.এস.টি.এস বিডি সকল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সকল প্রকার ডিজিটাল কন্টেন্ট, সফটওয়ার,
ট্রেনিং এবং টেকনিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান কার্যক্রম শুধু করেছে ।
ডিজিটাল বাংলাদেশ হওয়াতে স্টান্ডার্ড টেকনোলজী শহর ছাড়িয়ে এখন দেশের প্রান্তিক পর্যায়ে পৌছে গেছে, কিন্তু এই টেকনোলজির সঠিক ব্যবহার ও প্রয়োগের না জানার কারনে
এখনো আশানুরুপ উন্নয়ন ও উন্নতির ছোয়া পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায় তাতে এখন এই স্মার্ট টেকনোলজি নেগেটিভ ও পজেটিভ বিনোদনের উপকরণ হয়েই আছে। তাই স্কুল,
 কলেজ শির্ক্ষাথীদের হাতে এই টেকনোলজী এখনো অভিভাবক ও শিক্ষকদের কাছে এক বিরাট আতংকের বস্তু।
নওগাঁ জেলার অনেক উপজেলাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ সরকারী বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রগুলোর
অবস্থা বড়ই করুন। আর অধিকাংশ বেসরকারী প্রশিক্ষন কেন্দ্রগুলো হয়ে উঠেছে টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদানের কতগুলো কারখানা, যেখানে দক্ষতা নয়, সনদ প্রদান করা হয়।
কিন্তু ভিশন ২০২১ বাস্তবায়নে প্রয়োজন আউট নলেজ সমৃদ্ধ টেকনোলজী বেস দক্ষতা। আর এই দক্ষতা অর্জনে নিশ্চিত করতে হবে  সকল ল্যাব, স্মার্ট ডিভাইজ
 ইন্টারনেটের তথ্য সমৃদ্ধ কমিউনিটি নেটওয়ার্কবেস ব্যবহারিক চর্চা। তাই আই.সি.টি বেস দক্ষতা অর্জনের জন্য, নিজের ইচ্ছেমত কর্মসংস্থানের জন্য,নিজের পরিবার, নিজের এলাকা, এবং
দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসতে হবে।
 যে সকল সেবা প্রদান করা হবে।
০। কিভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে দক্ষতা, জ্ঞান, ভাষা ও  সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষন প্রদান ।
০। অভিভাবক হিসাবে আপনি কতটা সচেতন অথবা আপনার সন্তানের উজ্জল ভবিষ্যতের জন্য আরো কতটা সচেতন হওয়া জরুরী সে বিষয়ক তথ্য, চিত্র এবং স্মার্ট ফোনের সঠিক ব্যবহার
বিষয়ক প্রশিক্ষন প্রদান।
০। ক্লাস ওয়ান হতে দ্বাদশ শ্রেনী পর্যন্ত প্রতিটা বিষয়ের উপর বাংলাদেশ সরকার / বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক  প্রদেয় সফটওয়ার এবং ভিডিও প্রদান।
০। যে সকল শিক্ষকগন এখন পর্যন্ত সরকারী ট্রেনিং প্রাপ্ত হয়েছেন অথবা ট্রেনিং এ যাওয়ার সৌভাগ্য হয়ে উঠেনি, তাদের সকলের জন্য ডিজিটাল কন্টেন্ট, সফটওয়ার এবং প্রয়োজন
অনুযায়ী প্রশিক্ষন প্রদান।
০। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো বিদ্যুৎ সুবিধা পৌছেনি, সে সকল প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরাও যেন ডিজিটাল কন্টেন্ট সমৃদ্ধ ক্লাসে অংশগ্রহন  করতে পারে তার জন্য সাশ্রয়ী উদ্ভাবনী প্রযু্ক্তি ব্যবহারের সুযোগ ও সে বিষয়ক প্রশিক্ষন প্রদান।
০। শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার নারী ও পুরুষদের জন্য রয়েছে সম্মানজনক অর্থ উপার্জনের জন্য বিভিন্ন তথ্য, চিত্র, ভিডিও এবং সে বিষয়ক প্রশিক্ষন প্রদান।
 প্রশিক্ষন প্রদান শেষে, পরীক্ষা দিয়ে পাস করে পেয়ে যাবেন  সরকার কর্তৃক প্রদেয়  আই.সি.টি সনদ এবং সাথে থাকবে দক্ষতা অনুযায়ী চাকুরী, ব্যবসার সুযোগ।

প্রয়োজনে যোগাযোগ করুন:
ফেসবুকে আমরা: https://web.facebook.com/rstsbd/
মোবাইল : ০১৭৯৫-৬৩৫৮৭২

Comments