আমাদের পৃথিবী ছাড়াও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আরো কয়েক হাজার পৃথিবী


মহাবিশ্বের মাঝে একটি গ্রহ আমাদের এই পৃথিবী, সেখানে বসবাস সবার। তবে এই পৃথিবীই কিন্তু শেষ নয়, এই পৃথিবী ছাড়াও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আরো কয়েক হাজার পৃথিবী।

 অবাক হলেও এমনটিই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা, তবে এক্ষেত্রে আরো কোন গ্রহে প্রানের অস্থিত্ব রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও আমাদের সৌরজগতের আশে পাশে রয়েছে আরো বহু এক্সোপ্লানেট বা বর্হিগ্রহ যার সংখ্যা ৫০০০ এরও বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা সংস্থার বিজ্ঞানীরা। 


তারা বলেছেন, এই সৌরজগতের বাইরে যখনই কোন নতুন গ্রহ আবিস্কার হয় তখন তার তথ্য নাসার আর্কাইভে সংরক্ষন করা হয়। সম্প্রতি আরো ৬৫ এক্সোপ্লানেট আবিস্কার করা হয়েছে, এই নিয়ে নাসার আর্কাইভে ৫০০০ গ্রহের তথ্য জমা  হলো। মহাআকাশ বিজ্ঞানে এটি একটি মাইল ফলক।



নাসার এক্সোপ্লানেট সাইন্স ইনিস্টিটিউটের বিজ্ঞানী জে.সি ক্রীস্টিয়ানো বলেন, ১৯৯০ সালে প্রথম এক্সোপ্লানেট আবিস্কার হয় যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এগুলো শুধু সংখ্যা নয় এক একটি আলাদা পৃথিবী যা সভ্যতার কাছে রহস্য। 

সেখানে কি আছে বা তার পরিবেশ কেমন তা জানে না কেউ, নাসার বিজ্ঞানীরা বলেন আবিস্কার হওয়া এক্সোপ্লানেট গুলোতে ব্যাপক বৈচিত্র রয়েছে, যা কিছুই সৌরজগতের গ্রহের সাথে মেলে না, বর্হিগ্রহের কোনটি পৃথিবীর মত শিলা যুক্ত, কিন্তু আমাদের গ্রহের চেয়ে অনেক বড়, যাকে বলা হচ্ছে সুপার আর্থ, কোনটি মিনি নেপচুন। আবার কোনটিকে সংশ্লিষ্ট নক্ষত্রের কাছে থাকায় উতপ্ত জুপিটার বা বৃহস্পতি বলা হচ্ছে।

source: somoytv

Comments