কদরের রাতের মর্যাদা, ফযীলাত জানতে চাও ?



 

আল্লাহ তা‘আলা লাউহে মাহফুয থেকে এ রাতেপুরা কুরআন প্রথম আসমানে নাযিল করেন, এ রাতেই কুরআন নাযিল শুরু হয়, পরবর্তী ২৩ বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র উপর অবতীর্ণ হয়।

 হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এই রাতেইবাদত।

 অসংখ্য ফেরেশতাই এ রাতে পৃথিবীতে নেমে এসে কল্যাণ, বরকত ও রহমাতবর্ষণ করতে থাকে।

 

 

Comments